টেকনিকাল এন্ড স্কিলস ইনস্টিটিউট বাংলাদেশ

এক কলেজের ১৬ শিক্ষার্থীর পরীক্ষা দেয়া হলো না!

Date: January 5, 2023

প্রবেশপত্র না পাওয়ায় লালমনিরহাটের কালীগঞ্জের একটি কারিগরি কলেজের ১৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারলেন না। এজন্য কলেজ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন অভিভাবকরা। তবে এ বিষয়ে এখনও জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরীক্ষার্থী তাসলিম তাবাসসুম আফরিন, প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। সকালে শুনি, আমাদের প্রবেশপত্র আসেনি। আমাদের তো কোনও ভুল ছিল না। তাহলে কেন এমন হলো?’

 

শুধু আফরিন নয়, একই অবস্থা উপজেলার সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বি. এম কলেজের ১৬ পরীক্ষার্থীর। প্রবেশপত্র না পাওয়ায় বিষয়টি বারবার জানালেও শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের। আর কলেজটিতে গিয়ে দেখা যায় তালা দেয়া।
 
আরেক পরীক্ষার্থী বলেন, ‘আমাদের এক বছর নষ্ট হয়ে গেল। এটা মানতে পারছি না।’
 
এক অভিভাবক বলেন, ‘তিন দিন ধরে কলেজের শিক্ষকদের যোগাযোগ করেছি। তারা কোনও কথাবার্তা বলেনি। আবার মোবাইল ফোনে কল দিলেও ধরেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© টেকনিকাল এন্ড স্কিলস ইনস্টিটিউট বাংলাদেশ

কারিগরি সহায়তা:
Verified by MonsterInsights